Image

৮নং বল্লভদী ইউনিয়ন পরিষদ

ইউপি চেয়ারম্যান

খন্দোকার সাইফুর রহমান সাইন
2916211893448
ইউপি চেয়ারম্যান
01795588443
এস.এস.সি
10-05-1973
বিবাহিত
বল্লভদী ইউনিয়ন
০১-০৯ নং ও
ফরিদপুর
28-12-2022

চেয়ারম্যানের বার্তা

চেয়ারম্যান ম্যাসেজ:

সম্মানিত বল্লভদী ইউনিয়নবাসী, সকলের জন্য সালাম ও শুভ কামনা রইলো।

তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা জনসাধারণের কাছে সহজসাধ্য ক'রে জনজীবনকে আরামদায়ক করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা'র সরকার । প্রত্যন্ত পল্লী'র প্রত্যেকটি মানুষের দোর গোঁড়ায় অন-লাইন সেবা পৌঁছে দেবার সব রকম ব্যবস্থা করলেও ক্ষেত্র বিশেষে সেবা প্রদানকারীদের অলসতা এবং সেবা গ্রহীতাদের অনাগ্রহের কারণে সরকারের এই যুগান্তকারী পদক্ষেপের পরিপূর্ণ সুফল থেকে দূরেই রয়ে যাচ্ছে সাধারণ মানুষ ।

সরকারের লক্ষ্য অনুযায়ী সেবাদানকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠান গুলো যদি দায়িত্বশীল হন এবং জনসাধারণকে ডিজিটাল সেবার উদ্দেশ্য ও সু-ফল সম্পর্কে সচেতন ক'রে তোলা যায় তাহলে দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষ পরিপূর্ণ ভাবে ডিজিটালাইজেশনের আওতায় চলে আসবেন সন্দেহ নাই আর এতে সরকারের এই মহৎ উদ্যোগ শুধু সঙ্গা আর সাইনবোর্ড নির্ভর না থেকে বাস্তবতার মুখ দেখবে ।

অনান্য ক্ষেত্রের মতো সম্প্রতি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের সকল প্রকার দাপ্তরিক সেবা ডিজিটাল পদ্ধতিতে প্রদানের সার্বিক ব্যবস্থা সম্পন্ন করেছেন সরকার । ইউনিয়ন পরিষদের সমস্ত প্রকার কর্মকান্ডের রেকর্ডস্ এখন আর শুধু পরিষদের আলমারিতে বন্দী থাকবে না, পাবেন পরিষদের নির্দিষ্ট পোর্টালে । জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, বৃত্তি ও ব্যবসায়ের লাইসেন্স সহ যে কোনও ধরণের প্রত্যয়ন অনলাইনের মাধ্যমে প্রদান করার সার্বিক ব্যবস্থা সম্পন্ন ক'রে জনগণকে ডিজিটাল সেবা প্রদানের সুযোগ সৃষ্টি ক'রে দেবার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই ।

এই ওয়েব সাইটটি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের সাথে ইউনিয়ন পরিষদকে সরাসরি সম্পৃক্ত রাখবে এবং বিশ্বের যে কোনও প্রান্ত হ'তে ইউনিয়নের যে কোনও বাসিন্দা ইউনিয়নের সার্বিক খোঁজ-খবর রাখার পাশা-পাশি নিজের প্রয়োজনের কথাটি জানাতে পারবেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে পরামর্শ ও দিকনির্দেশণাও দিতে পারবেন । ফলে ইউনিয়ন পরিষদের সেবার মান্নোয়নের পাশা-পাশি সরকার এবং সর্বস্তরের মানুষের কাছে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে যা ভিশন ২০২১ বাস্তবতার ঠিকানা পাবে, গ'ড়ে উঠবে সত্যিকারের ‘‘ডিজিটাল বাংলাদেশ’’ ।

বিগত দিন গুলোতে জনগণকে দেয়া ইউনিয়ন পরিষদের গতানুগতিক সেবার স্থলে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক ভাবে সেবা গ্রহীতাগণ অস্বস্তি বোধ করতে পারেন, বিশেষ ক'রে যে কোনও প্রকার সেবার জন্য অন-লাইনে আবেদন করাকে ঝামেলাপূর্ণ মনে করতে পারেন । এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের কর্তব্যরত সচিব মহোদয় এবং উদ্যোক্তাগণকে প্রাথমিক ভাবে ধৈর্য্য এবং সহনশীলতার সাথে সেবা গ্রহীতাকে সেবা প্রদানের অনুরোধের জানাচ্ছি এবং সমাজের শিক্ষিত সচেতন জনদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে, তাঁরা যেন সাধারণ অ-শিক্ষিত ও স্বল্প শিক্ষিতদেরকে ডিজিটাল সেবার উপকারীতা বিশেষ করে সরকারের উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষকে জানতে বুঝতে সার্বিক সহযোগিতা করেন ।

সকলের সার্বিক সহযোগিতা পেলে দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদ শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় চলে আসবে, সরকারের মহতি উদ্যোগ সফল হবে ।

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কার্যালয়ের উদ্যোগে দেশের সকল ইউনিয়ন পরিষদের জন্য এই ওয়েব সাইট খোলার কার্যক্রমকে স্বাগত জানাই । আমি এ কর্মকান্ডের সার্বিক সাফল্য কামনা করি ।

খন্দোকার সাইফুর রহমান (সাইন),

চেয়ারম্যান, বল্লভদী ইউনিয়ন পরিষদ, সালথা, ফরিদপুর ।